বদরুল আলম চৌধুরী : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তফথিবাঘ গ্রামের প্রবাসী আব্দুল সালামের পুএ আমিনুর রহমান (২৭) আর নেই।
জানাযায়,আজ বিকাল ২টার দিকে বান্দের বাজার থেকে শেরপুর বাজার যাওয়া পথে দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াপুর মোড়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ১০ মিনিট পর কর্রতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় তার সাথে থাকা তার ফুফাতো ভাই গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে বলে জানাযায় তার এই অকাল মৃত্যুতে তার বন্ধু মহলের শোক প্রকাশ।