সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে [এম,আরপি] পাসপোর্ট নিয়ে বিপাকে নিরহ প্রবাসী বাংলাদেশীরা । সুত্র মতে জানা যায় আইরিশ নামে মালেশিয়ান একটি কোম্পানিকে অনলাইনে ডিজিটাল পাসপোর্ট করার দায়িত্ব দেয়া হয় , যাতে করে মানুষ অল্প সময়ের মধ্যে ডিজিটাল পাসপোর্ট হাতে পায় ।
সেই আশা পুরন হয়নি ,বাংলাদেশ সরকার কত্রিক এদের অনুমতি দেয়া হলেও চাহিদা অনুযায়ী তারা কাজ করতে পারছে না , দিন যতই যাচ্ছে ততই মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে , সরকারি ভাবে এদের বলা হয়েছে ডিজিটাল পাসপোর্ট বাবদ জন প্রতি ১৮০ রিয়াল নেয়ার জন্য আনুসাঙ্গকিক কাগজপত্র সহ , কিন্তু তারা তা না করে ২৫৫ রিয়াল করে প্রত্যেক প্রবাসীদের কাছ থেকে আদায় করছে ,আগে হাতে লেখা ফরম নেয়া হলেও হঠাৎ করে তা বন্ধ করে অনলাইনে ফরম পুরন করার জন্য বলা হলে সাধারণ মানুষ বিপাকে পড়ে যায় , এবং আইরিশ কোম্পানির কর্মকর্তারা মানুষকে বলেন আপনারা যে কোন জায়গা থেকে অনলাইনে ফরম পুরন করে আনলে হবে , সেই অনুযায়ী অনেক মানুষ দিশে হারা হয়ে যে যেই ভাবে পারছেন অনলাইনে ফরম পুরন করে আইরিশ অফিসে গেলে – বাহির থেকে অনলাইনে ফরম পুরন করে আনলে হবে না বলে তাদের বের করে দেন , এমন কি তাদের বাধ্য করেন ২৫৫ রিয়াল দিয়ে ডিজিটাল পাসপোর্ট বানাতে ,এই ব্যাপারে নাম প্রকাশে অনুছুক আইরিশ কোম্পানিতে কর্মরত এক কর্মকর্তা বলেন আমাদের মাঝে কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন করছেন ,ওনার কাছে আরেকটি ব্যাপারে জানতে চাওয়া হয় তা হোল , গত ১৪ এবং ১৫ ডিসেম্বার বাথার বেশ কিছু স্থানে আপনাদের গোপন পাসওয়ার্ড ও ইউজার নাম্বার ব্যবহার করে সাধারণ মানুষ থেকে অনলাইনে ফরম পুরন বাবদ ৭০ রিয়াল , ৫০ রিয়াল করে আদায় করছে , আবার সেই ফরম নিয়ে আপনাদের কাছে গেলে তা হবে না বলে তাদের বের করে দেন এর কারন কি ?আপনাদের গোপন নাম্বার গুলি ওরা পেলো কি ভাবে , একটি কোম্পানির গোপন আইডি মাছ বাজারে , তরকারি বাজারে পাওয়া যায় ,আর মানুষকে হয়রানি করছেন এর কারন কি ?আইরিশ কোম্পানির ওই কর্মকর্তা বলেন ভাই আমি কি বলবো , নিজের ঘরের ভিতর ইঁদুর থাকলে এমনটি বন্ধ করা যাবেনা , তবে আমরা তদন্ত করে দেখছি কারা এমন কাজ করেছেন ,এই দিকে বাংলাদেশ দুতাবাস থেকে দৈনিক মনিটরিং করা হলে ,ভাল হবে ।
অপরদিকে ভুক্তভুগি সাধারণ মানুষ প্রধান মন্ত্রি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্থখেফ কামনা করেছেন ,সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট বানাতে যে সব হয়রানি হতে হয় তা অন্য কোন দেশের মানুষ হয়না , আমাদের অপরাধ কি ? আমরা কতো কস্ট করে অর্থ উপার্জন করি তা মহান আল্লাহ জানেন , আর সেই আমরা দেশের অর্থনিতিতে ভুমিকা রাখছি , তা হলে আমাদের দেখার দায়িত্ব কার , আমাদের এই হয়রানি বন্ধে বাংলাদেশ সরকার উদ্যোগ নিবেন , খারাফ কর্মকর্তাদের বাদ দিবেন সেই আশাই করছি ।উল্লেখ্য গত ১৮ আগস্ট এম আরপি পাসপোর্টের উদ্ভোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ।