বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হক বলেছেন, সৎ কর্মে সুফল পাওয়া যায়। অসৎ কর্মে কোনভাবে সুফল পাওয়া যাবেনা। ফলে কর্ম ভাল হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষাই জাতীর কল্যাণ হবে। তিনি গতকাল মঙ্গলবার বিশ্বনাথের কালিগঞ্জবাজারে রেনেসাঁ সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থার সভাপতি, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমান, আলতাফুর রহমান ও ফজল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুরহানউদ্দিন, সহকারী শিক্ষক মকবুল হোসেন, শিক্ষানুরাগী মাওলানা ফয়জুল ইসলাম, বাবু নিশি কান্ত পাল, মানিক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মাহফুজুল ইসলাম নমির, আখতার ফারুক, মাওলানা আব্দুল মোমিন, আব্দুল কাদির, উবায়দুর রহমান, নুরুল ইসলাম, সমীর রঞ্জন, জাকারিয়া শিকদার, জমির আহমদ, বিকাশ দাশ, মাওলানা টিপু প্রমূখ ।