আখলাছ আহমেদ প্রিয় : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিন চরহামুয়া গ্রামের চিহ্নিত ডাকাত জেল হাজতে থাকা তাজমুল মিয়া গ্রামবাসীকে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। সে জেল থেকে ছাড়া পেয়ে চুরি-ডাকাতি বৃদ্ধি ও নানা অসামাজিক কার্যকলাপসহ আইনশৃংখলার অবনতি ঘটাবে বলে হুশিয়ারী দিয়ে আসছে। এতে করে তার প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
এ বিষয়ে রবিবার (২৩ মে) বিকেলে লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইনশৃংখলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক, ৪ গ্রাম সর্দার মাহমুদ হোসেন, বিশিষ্ট মুরুব্বী মোঃ নুর হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল জলিল, এডভোকেট মইনুল হাসান দুলাল, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই, হাজী রফিক আলী তালুকদার, সাবেক মেম্বার আলী আজগর, মাহমুদ হোসেন (মরম আলী), মোঃ সাহেব আলী, মোঃ কুতুব আলী, মেম্বার মুখলেছুর রহমান, ঠিকাদার মোঃ জমির আলী ও সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয় প্রমূখ। সভায় বক্তারা বলেন , ‘জেল হাজতে থাকা তাজমুল মিয়া এলাকার চিহ্নিত ডাকাত ও চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। জেল থেকে বের হয়ে সে এলাকায় চুরি-ডাকাতি করবে এবং গ্রামবাসীর প্রতি প্রতিশোধ নিবে বলে হুমকি দিচ্ছে।’
বক্তারা জেল হাজতে থাকা ডাকাত তাজমুল মিয়ার শাস্তি কামনা করে তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান এবং এলাকায় জুয়া খেলাসহ নানা অপরাধ প্রবণতা রোধ করতে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া তাজমুলের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনিক দপ্তরে প্রেরণ করার জন্য সভায় এলাকাবাসীর স্বাক্ষরিত একটি রেজুলেশন তৈরী করা হয়।
উল্লেখ্য, গত ১৬ মে সন্ধ্যায় ডাকাত তাজমুল মিয়া (২৫) কে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করেন গ্রামবাসী। পরের দিন পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj