সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামিক ফাউণ্ডেশন গঠন করেছিলেন, সারা দেশে ইসলামের খেদমত করার জন্য আলেম উলামাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছিলেন।
কিন্তু আজ সারা দেশে হেফাজতের নামে কিছু সংখ্যান বিভ্রান্ত লোক দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে, তাদের সেই স্বপ্ন কখনো বাংলার মাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরণ হতে দেবেন না।
তিনি মঙ্গলবার (২৫মে) ইসলামীক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে বিশ্বব্যাপি বিদ্যমান প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার ১৬টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আপতকালীন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন।
ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শেখ আবুল ফজল, হাফেজ মাওলানা সামছুল হক মুসা, মুফতী আলমগীর হোসেন, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দাল হোসেন খান, ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সৈয়দ জিয়াউর রহমান।
এসময় জেলার ১৬টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার পূর্বে নিয়োগপ্রাপ্ত ৩১জন শিক্ষকদের মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭৫ হাজার টাকা আপতকালীন সহায়তা প্রদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন অনুদান প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj