নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাটের দিয়াগাও গ্রামে এডভোকেট বদরুল হাসান শাহিনের ফলজ ও বনজ দেড়শতাধিক গাছ রাতের আধারে কেটে ফেলে দেয় দূর্বত্তরা।
সোমবার দিবাগত রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নের দিয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাগানের মালিক এডভোকেট বদরুল হাসান শাহিন মঙ্গলবার চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাগান মালিক কয়েকবছর পূর্বে শায়েস্তাগঞ্জ - বাল্লা রেললাইনের পাশে তার জমিতে আম, জাম, কাঠাল, কলা সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের দেড়শতাধিক চারা রোপন করেন। সম্প্রতি ওই গাছ গুলিতে ফল ও আসে। সোমবার দিবাগত রাতে দূর্বত্তরা তার রোপনকৃত সব গাছ গুলি কেটে বাগানে ফেলে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন দূর্বত্তরা তার ফলজ ও বনজ গাছ কেটে ফেলে রেখেছে।
বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানান।
খবর পেয়ে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী ঘটনাস্থল পরির্দশন করেন।
বাগানের মালিক এডভোভেকট বদরুল হাসান শাহিন জানান বিভিন্ন প্রজাতির ৭০ টি বনজ, ২২ টি ফলজ ও ৭৬ টি কলা গাছ দূর্বত্তরা কেটে ফেলে দেয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে তার। এ ঘটনায় তিনি বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ বলেন গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj