স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসে মানা হচ্ছে না সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি, কিন্তু সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৬০% বেশী হিসেবে। প্রতিবাদ করলে গাড়ীর স্টাফরা আরো বিরূপ আচরণ করে সাধারণ মানুষের সাথে।
করোনার কালীন সময়ে সরকার গাড়ীী প্রতিটি আসনে ১জন করে যাত্রী বসবে এবং সেই শর্তে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়। কিন্তু হবিগঞ্জ সিলেট বিরতিহীন এসবের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমত যাত্রী বসাচ্ছে এবং বেশী ভাড়া আদায় করছে।
[caption id="attachment_75164" align="alignnone" width="300"] প্রতিসিটে ২জন করে বসানো হয়েছে। [/caption]
সরেজমিন শুক্রবার (৪ জুন) দেখা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে প্রতিটি সিটে ২জন করে যাত্রী বসা এবং ভাড়া আদায় করা হচ্ছে ২০টাকার স্থলে ৩০টাকা করে। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে যাত্রীদের সাথে বাসের সুপারভাইজারের তুমুল ঝগড়াঝাটি হয়। যাত্রীরা অভিযোগ করেন, বিরতিহীন বাসের স্টাফরা ইচ্ছেমত প্রতিসিটে ২জন করে বসিয়ে ৬০% ভাড়া বেশী আদায় করছে, কোন প্রতিবাদ করতে গেলে তারা বিরুপ আচরণ করে।
এবিষয়ে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলীর সাথে কথা বললে তিনি জানান, আমরা এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে, কেউ যদি অমান্য করে তাহলে তাকে লাইন থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে ১জনকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj