শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: আজ সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটানা শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি চলছে।
শায়েস্তাগঞ্জ পৌর সভার জগন্নাথপুর হাজীবাড়ি তে সকাল ১১টা থেকে চলছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। ৯নং ওয়ার্ডের আশপাশসহ ২ নং ওয়ার্ড ৩নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ডের অংশবিশেষের শিশুদের প্রায় এক হাজারেরও অধিক শিশু আজকের এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো তে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারি মোঃ হাবিবুর রহমান।
সূত্র থেকে জানা যায় এই ভিটামিন ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, একই সাথে বিভিন্ন রোগ থেকে তাদেরকে নিরাপদ রাখে।
করুনার কারণে এবার একটু বিলম্ব হয়েছে এই ক্যাপসুলটি খাওয়াতে। বছরে ২ বার খাওয়ানো হয়, গত বছর বৈশ্বিক মহামারী করোনা থাকার কারণে একবার খাওয়ানো হয়েছে। এ বছরও এখন পর্যন্ত একবার খাওয়ানো হচ্ছে। দ্বিতীয় বার খাওয়ানো হবে কিনা এই বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না । এই তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্য সহকারি মোঃ হাবিবুর রহমান।
সকাল থেকে গ্রামের মহিলারা তাদের কোলের শিশুকে সাথে নিয়ে দলবেঁধে আসছেন এবং ধারাবাহিকভাবে এই ক্যাপসুল খাওয়াচ্ছেন। গ্রামের মহিলা নার্গিস আক্তার বলেন, গত বছর আমরা খাওয়াতে পারিনি। কারণ করুনার কারণে সবকিছুই বন্ধ ছিল। এবছর শোনামাত্রই চলে এসেছি। কারণ এই ক্যাপসুল খাওয়াতে না পারলে, আমরা জানি অনেক রকম সমস্যা হতে পারে বাচ্চাদের। সেজন্যই খুব দ্রুত খবর পাওয়ার সাথে সাথে চলে এসেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj