সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণসহ প্রাণীজ সম্পদে ভরপুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে বিশেষ প্রনোদনা পৌছে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দূর্নীতির রোধের জন্য মোবাইলের মাধ্যমে সকল মানুষের হাতে এসকল প্রনোদনা পৌছে গেছে।
[caption id="attachment_75175" align="alignnone" width="300"] প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।[/caption]
তিনি আরো বলেন, বাংলাদেশকে কেউ আজ তলাবিহীন ঝুড়ি বলার সাহস পায় না। শিক্ষা, চিকিৎসা, একটি বাড়ী একটি খামার সহ সকল ক্ষেত্রে ডিজিটালের ছোয়া লেগেছে। গ্রামের ঘরে বসে মানুষ শহরের সুবিধা ভোগ করছে।
[caption id="attachment_75174" align="alignnone" width="300"] স্টল পরিদর্শন করছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস।[/caption]
শনিবার (৫জুন) নিউ ফিল্ড মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রঞ্জিত কুমার আচার, খামারী অনুকুল ঘোষ প্রমুখ।
উদ্ধোধন শেষে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বিভিন্ন স্টলে ঘুরে দেখেন। প্রদশনীতে ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতীর গরু, ছাগল, ভেড়া, কবুতর খামারীগণ প্রর্দশন করেন। এসময় ৩জন শ্রেষ্ঠ খামারীকে পুরস্কার প্রদান করা হয়। আলেচনাকালে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান যে, ৬০২জন খামারীকে করোনাকালীন সময়ে প্রধানমন্তীর বিশেষ প্রনোদনা দেওয়া হয়েছে, যাতে করে খামারীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj