লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের সুতাং নদীতে শিল্প বর্জ্য দূষণ রোধে ঢাকায় বসবাসরত লাখাই বাসীদেরকে নিয়ে আগামী (৯ জুন) বুধবার একটি বিশাল মানববন্ধনের আয়োজন করছে ঢাকাস্থ লাখাই বাসীরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচিতে ঢাকায় বসবাসরত লাখাই বাসীদের বিভিন্ন সংগঠন ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকায় বসবাসরত সর্বস্তরের লাখাইবাসী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।
এ কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে এবং যথাসময়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে উদাত্ত আহ্বান জানিয়েছেন লাখাই উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ঢাকার আহবায়ক ও ঢাকাস্থ লাখাই উপজেলা প্রবাসী জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম মালু।
এ ব্যাপারে লাখাই উন্নয়ন সংগ্রাম পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ গনি বলেন লাখাইয়ের প্রধান ও দীর্ঘ নদী সুতাং শিল্প বর্জ্য দূষণের কবলে পড়ে আজ এর অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। সুতাংকে রক্ষায় লাখাইবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। তাই যার যার অবস্থান থেকে সুতাং বাঁচানোর আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা সময়ের দাবী।
এ কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতি, অরগানাইজেশন অফ লাখাই অনলাইন অ্যাক্টিভিস্ট, সুতাং নদী বাচাও আন্দোলন, সুতাং বাঁচাই লাখাই বাঁচাই সংগ্রাম পরিষদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, লাখাই যুব এসোসিয়েশন, ঢাকা সহ নানা সংগঠন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj