লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পরকীয়া প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছে শারমিন বেগম (২৮) নামে তিন সন্তানের জননী, প্রতিকার চেয়ে স্বামীর থানায় অভিযোগ দায়ের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামের মহিউদ্দিন এর স্ত্রী ৩ সন্তানের জননী শারমিন বেগম গত মঙ্গলবার (১৫ই জুন) দিনগত রাতে স্বামী- সন্তান ছেড়ে পরকীয়া প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত কয়েক মাস যাবৎ জিরুন্ডা মানপুর মাদ্রাসা ভবন নির্মাণে ঠিকাদারের অধীনে কাজ করতেন ভোলা জেলার মোঃ হান্নান মিয়া নামে এক ব্যাক্তি। সেই সুবাদে হান্নান মিয়ার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শারমিন বেগমের। এরই এক পর্যায়ে গত (১৫ই জুন) রাতে স্বামী- সন্তান ফেলে প্রেমিক হান্নানের হাত ধরে পালিয়ে যায় শারমিন।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উপজেলার মানুপুর গ্রামের মুছল মিয়ার পুত্র মহিউদ্দিনের সাথে একই গ্রামের নজির মিয়ার কন্যা শারমিন বেগমের প্রেম ভালোবাসার বিয়ে হয় প্রায় ১২ বছর পূর্বে।
এ ব্যাপারে লাখাই থানা পুলিশের সম্পৃক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা এস.আই আব্দুল মান্নান জানান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
শারমিন বেগমের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শারমিন কোথায় কার সাথে পালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে লাখাই থানা পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) মহিউদ্দিন সুমন এর সাথে আলাপকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj