বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এক খন্ড জমি নিয়ে ওই গ্রামের কাছুম আলীর ছেলে আব্দুল হক ও নূরা মিয়ার ছেলে হীরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার হীরা মিয়া ওই জমি দখল করতে গেলে আব্দুল হকের লোকজন বাধা দেন। এর জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় জয়বানুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জয়নাল মিয়া, ফজল মিয়া, নানু, আয়াত আলী, আর্শেদ আলী, আব্দুর রউফ, লাল মিয়া, আলকাছ মিয়া, আব্দুর রহিম, আব্দুল আজিজ, জয়নাল, বুরহান, ফরিদ মিয়া, সুজনা বেগম, হীরা মিয়া, সালেক মিয়া, আসিব আলী, রুমান মিয়া, আবুল কালাম, সজিব, আব্দুল মজিদ, মখলিছ মিয়াকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।