আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আবারও অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে হাসপাতাল কোভিড নাইনটিন টিকাদান কেন্দ্রে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন-টিকাদান কেন্দ্রের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।
এসময় ডাঃ ইশতিয়াক আল মামুন বলেন, সিনোফার্মের ( ভেরোসেল) ৪ হাজার ৬শ ডোজ বরাদ্ধ এসেছে। ২ হাজার ৩শ লোককে প্রদান করা যাবে। পর্যায়ক্রমে আরো বিভিন্ন দেশের ভ্যাকসিন আসবে।
তবে মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা প্রদান করা হবে।
এছাড়া কৃষক, শ্রমিক সহ বিভিন্ন পেশার লোকজন যাদের বয়স নুন্যতম ৩৫ বছর তারাও এ টিকা (ভ্যাকসিন) নিতে পারবে।
এসময় তিনি আরো বলেন, ইতিপূর্বে যারা অন্য কোম্পানীর প্রথম ডোজ হিসেবে টিকা (ভ্যাকসিন) নিয়েছে। তারা দ্বিতীয় ডোজ ওই কোম্পানীর ( টিকা) ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তাদেরকে আগষ্ট পর্যন্ত দ্বিতীয় ডোজ (টিকা) নেয়ার জন্য অপেক্ষা করতে হবে।
তাছাড়া বিদেশগামীদের জন্য ঢাকায় গিয়ে নির্দিষ্ট বুথে বা হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৩১৭জন। এরমধ্যে ২৫২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ও আইসোলেসনে রয়েছে ৬৫ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj