সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ, সীমিত টেস্টে ও অনেকেরই করোনা রিপোর্ট পজিটিভ আসছে। হবিগঞ্জের সবচেয়ে কম আক্রান্ত উপজেলার মাঝে তালিকায় ছিল শায়েস্তাগঞ্জ উপজেলা। কিন্তু ইদানীং শায়েস্তাগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এমতাবস্থায় দেখা যায় শায়েস্তাগঞ্জে এখনো মাস্ক পরার হার অনেক কম। শায়েস্তাগঞ্জ উপজেলার হাটেবাজারে, শপিং মলে, গরুর বাজারে দেখা যায় মাস্ক ছাড়াই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। শায়েস্তাগঞ্জ উপজেলার করোনার হটস্পট খ্যাত অলিপুর।
উপজেলার অলিপুরে বেশ কিছু শিল্পকারখানা গড়ে উঠায় অলিপুরে জনসমাগম বেশি। গত একসপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অলিপুরের বাসিন্দারা। কিন্তু অলিপুরের হাটে বাজারে, সিএনজি স্টেশনে, বাস কাউন্টারে, অলিগলিতে হাজার হাজার মানুষ নানান কাজে ঘুরে বেড়াচ্ছেন, যাদের অধিকাংশই মাস্ক নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, কেউ কেউ মাস্ক পড়েছেন, আবার কারো মাস্ক পকেটে, কারো হাতে আবার কারো মাস্ক থুতনিতে রয়েছে।
যেখানে করোনা সংক্রমণের সবচেয়ে ঝুকি রয়েছে সেখানে মাস্ক না পড়ার কারণ খুজতে কথা বলেছিলাম, বেশ কয়েকজনের সাথে তারা নানাজনে নানান অজুহাত দেখিয়েছেন। উপজেলার অলিপুরের বাসিন্দা মোঃ শিমুল মিয়া জানান, মাস্ক বাড়িতে ভুল করে ফেলে এসেছেন তাই মাস্ক পড়েন নি। অলিপুরের বাসিন্দা মো, কাউসার মিয়া জানান, এই গরমে মাস্ক পড়লে শ্বাস নিতে কস্ট হয় তাই তিনি মাস্ক পড়েন নি। কিন্তু মাস্ক ছাড়া সংক্রমণের ঝুকি বেশি একথা তারা মানতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, মাস্ক পরে নাক, মুখ ও থুতনি ঢেকে রাখতে হবে তবে কিছুটা হলেও করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জে এ পর্যন্ত ১২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এরই মাঝে ৮৮ জন সুস্থ হয়েছেন এবং দুইজন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত এক সপ্তাহে উপজেলার অলিপুরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও মানুষজনের মাঝে রয়েছে সচেতনতার অভাব। অন্যদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মানার জন্য প্রতিদিনই নানা মামলা ও জরিমানা করা হচ্ছে কিন্তু তবুও মানুষজন পরোয়া করছেন না।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান,শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবিসহ আমরা নিয়মিত অভিযান করছি। গত লকডাউনের১৪ দিনে আমরা অসংখ্য মামলা ও জরিমানা করেছি, কিন্তু শায়েস্তাগঞ্জবাসীর সচেতনতার খুব অভাব রয়েছে যা অত্যন্ত দুঃখজনক।
এছাড়াও বর্তমানে গরুর বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য ও মাস্ক পড়া নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান , পুরো শায়েস্তাগঞ্জবাসীকে এই করোনা সংক্রমণ থেকে বাচার জন্য সচেতনতার কোন বিকল্প নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj