সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : ঈদুল আজহার বাকি মাত্র একদিন। ঈদের পরপরই আবার কঠোর লকডাউনে যেতে পারে পুরোদেশ। এর আগের সময়টুকু নিজ পরিবারের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য শায়েস্তাগঞ্জে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হয়েছে। বাড়ি ফেরার জন্য বাস কাউন্টার, ট্রেন স্টেশনে প্রচুর যাত্রী দেখা গেছে।ঢাকা সিলেট মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। নিজ গন্তব্যে ফেরার জন্য রাস্তায় রাস্তায় মানুষের ভীর জমেছে। স্বাস্থ্যবিধি না মেনেই লোকাল পরিবহনগুলো গাদাগাদি করে যাত্রী বহন করছে।
ঈদুল আজহার সুযোগে কোন কোন পরিবহন দ্বিগুণ ভাড়া আদায় করেছে যাত্রীদের কাছ থেকে। সেই সাথে দেখা গেছে অতিরিক্ত ভাড়া দিয়ে ও যাত্রীদেরকে সিট না পেয়ে দীর্ঘ সময় কাউন্টারে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শায়েস্তাগঞ্জের বিভিন্ন বেসরকারি শিল্পকারখানাগুলো কর্মীদেরকে ঈদের ছুটি দিয়েছে, তাই মানুষের মাঝে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার উচ্চাস নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। বেশিরভাগ লোকাল বাসগুলো এক সিট ফাকা না রেখেই যাত্রী বহন করেছে যদিও ৬০% অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।
সরেজমিনে শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ বাস স্টেন্ড, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, মহাসড়কের অলিপুর কাউন্টারগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া দিয়ে ও উপায় না পেয়ে গাদাগাদি করেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের। যদিও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনিক তেমন কোন তৎপরতা দেখা যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ ছিল অনেক।
আবুল কালাম নামে এক যাত্রী জানান, সিরাজগঞ্জে যাব, কিন্তু কোন টিকেট পাচ্ছিনা, কাউন্টারের লোকজন ৬০০ টাকার ভাড়া ১৫০০ টাকা চাচ্ছে।
রুয়েল আহমদ নামে প্রাণ আর এফ এলে কর্মরত এক যাত্রী জানান, ঢাকা যাব, অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি, কাউন্টারে দ্বিগুণ ভাড়া চাইতেসে, দেখি কি করা যায়।
নাফিজা সুলতানা নামে এক যাত্রী জানান, সুনামগঞ্জে যাব, আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, দ্বিগুণ ভাড়া দিয়ে সিট কেটেছি, গাড়ি কখন আসবে বলতে পারতেছিনা।
দিগন্ত কাউন্টারের প্রোপাইটর মো, নাইম মিয়া জানান, গাড়ির তুলনায় যাত্রী বেশি, আর এক সিট ফাকা রেখে যাত্রী বহন করায় কাউন্টারে ভীর একটু বেশি।
ঈদের পরপরই কঠোর লকডাউন আসতে পারে, জেনে ও করোনা ঝুকির মাঝেও মানুষজন বাড়ি ফিরছেন। অলিপুরের বাসিন্দা সচেতন নাগরিক রিহাদ তালুকদার বলেন, মানুষজন রাস্তাঘাটে যেভাবে গাদাগাদি করে বাড়ি ফিরছে, করোনাভাইরাস সাথে করে বাড়ি গেলে পুরো পরিবারই আক্রান্ত হতে পারে, বেচে থাকলে কত ঈদই আসবে, এমন পরিস্থিতিতে কর্মস্থলেই ঈদ উদযাপন করাটাই শ্রেয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম জানান, আজকে শায়েস্তাগঞ্জের বিভিন্ন কোম্পানিগুলোতে শ্রমিকদের ছুটি হয়েছে। তাই, নতুন ব্রীজ গোল চত্ত্বর, মহাসড়কের অলিপুরে হাইওয়ে থানা পুলিশ দ্বায়িত্ব পালন করেছে। কর্মস্থল থেকে মানুষজন যাতে, স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি,এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj