আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে হবিগঞ্জ মাধবপুর চলছে ‘কঠোর বিধিনিষেধ’। আর তা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মাধবপুর উপজেলা প্রশাসন। প্রথম দিনে সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭টি মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন মাধবপুর থানার একদল পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে বিধিনিষেধ না মানায় দোকান মালিক ও যানবাহনের চালক ও ব্যক্তি কাছ থেকে ১৭টি মামলায় ৬হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, করোনা সংক্রমণ রোধ করতে মানুষকে ঘরে রাখতে আমরা শুরু থেকে নানা কার্যক্রম পরিচালনা করে আসছি। সর্বশেষ কিছুদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সরকার টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেন। এ ঘোষণার পরেও কিছু মানুষ অকারণে ঘর থেকে বাইরে আসছে।
এসব মানুষের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭টি মামলায় ৬হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj