বাহার উদ্দিন, লাখাই থেকে : বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে লাখাই উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সভা উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ই অগাস্ট) দুপুরবেলা অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
সভায় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ যুক্ত হন।সভায় যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠপুত্র শেখ কামাল ছিলেন জাতির এক গর্বিত সন্তান। তিনি আজ বেঁচে থাকলে দেশের আরোও উন্নয়ন আরো আগেই হতো হয়তো।
কিন্তু ঘাতকরা জাতির জনকের সাথে তাঁকে সহ পরিবারের সকলকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যা করে।উপজেলা প্রসাশনের উদ্যোগে বাদ জোহর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্বাহ্নে উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj