ইন্টারনেট জটিলতা থাকলে ও টিকা দিতে পেরে স্বস্তি সাধারণ মানুষের।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার(৭ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম। একই সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন এর পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গণটিকা কার্যক্রম শুরু হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে আজ প্রাথমিকভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ১২০০ জনকে এই গণটিকা দেয়া হবে। পরবর্তীতে আগামী ১৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনার আলোকেই গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।
গণটিকা কার্যক্রমের ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম জানান, এই কার্যক্রমটি সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটিই যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৪ তারিখ থেকে এই কার্যক্রম চলবে এবং সেই কার্যক্রমের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে আমরা উপজেলাকে ঢেলে সাজাবে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য।
এদিকে, দুপুরে স্থানীয় সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির গণটিকার কার্যক্রম পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন -উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব সহ আরো অনেকই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটার কার্ড সাথে করে নিয়ে আসা সাধারণ মানুষজনের দুর্বল নেটওয়ার্ক এর কারণে রেজিষ্ট্রেশন করতে দেরি হচ্ছে। তবে টিকা নেয়ার জন্য মানুষজনের লম্বা লাইন ও তুমুল আগ্রহ দেখা গেছে।
এবং প্রথমবারের মত মফস্বলে টিকা দিতে পেরে মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে।
টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ৬ টি বুথে যুক্ত ছিলেন টিকাদানকারী ৬ জন এবং স্বেচ্ছাসেবক হিসেবে ৯ জন, আনসার এবং স্থানীয় পুলিশ প্রশাসন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj