মিজানুর রহমান সুমন,হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) নিশাত সুলতানার আদালত সোমবার দুপুরে এ নির্দেশ দেন।
জানা গেছে, বিএনপির অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ট্রাকসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এ সব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা করে। ওই চার মামলার আসামি সৈয়দ মুশফিক আহমেদ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তিন মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন এবং বিস্ফোরক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।
একই সময় দুই মামলায় একই আদালত থেকে জামিন লাভ করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রকি।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন- জেলা বার সভাপতি এ্যাডভোকেট সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এ্যাডভোকেট এনামুল হক সেলিম প্রমুখ।