সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : একটানা ১৯ দিন পর প্রাণ ফিরেছে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে। ট্রেনের ঝিকঝিক শব্দে স্টেশনের ক্ষুদে দোকানদের মুখে ও হাসি ফুটেছে । ফুটপাতে বসা হকাররা দীর্ঘদিন পরে জীবীকার টানে স্টেশনে এসে ভীর জমিয়েছেন। সবকিছু মিলে আপনরুপ ফিরে পেয়েছে শায়েস্তাগঞ্জ স্টেশনে।
মহামারী করোনা ভাইরাস ঠেকাতে টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ আগষ্ট) সকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন। জানা যায়, ঈদুল আজহার আগে মোট ৭ দিন ট্রেন চালু ছিল। পরবর্তীতে আবার ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
লকডাউন শিথিল ঘোষণার পরে নতুন ঘোষণা অনুযায়ী গত ৯ আগষ্ট থেকে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ স্টেশনের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করেছেন যাত্রীরা। বর্তমান নিয়ম অনুযায়ী স্বাভাবিক ভাড়ায় এবং শতভাগ যাত্রী নিয়েই ট্রেন যাত্রা শুরু করেছে, তবে স্টেন্ডিং টিকেট পুরোপুরি বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জে আজকে ১ম ট্রেন পারাবত সকাল ৯. ৫০ এ ঢাকা থেকে ছেড়ে এসে শায়েস্তাগঞ্জে লেন করে, পরে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এছাড়া সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হয়ে পাহাড়িকা ট্রেন চিটাগাং এর উদ্দেশ্যে গিয়েছে। এই পাহাড়িকা আবার রাতে উদয়ন হয়ে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবে। শায়েস্তাগঞ্জ থেকে জয়ন্তিকা আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে গিয়েছে। তবে কালনি ট্রেন এখনো অবধি বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ থেকে সর্বশেষ ট্রেন উপবন রাত ৩ টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পরে ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মাঝে উচ্চাস দেখা গেছে। সেই সাথে স্টেশনের প্লাটফর্মে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে। এদিকে অনেকেই অনলাইনে সার্ভার জটিলতার কারণে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার গৌরিদাশ পলাশ জানান, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশন ধুয়েমুছে তৈরি করা হয়েছে, জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতর পরিষ্কার করা হয়েছে, আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj