সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : দিন নাই রাত নাই, কানের কাছে এসে গ্যানগ্যান করে মশা, সুযোগ পেলেই কামড় বসিয়ে দেয়। মশা থেকে বাচতে কয়েল জ্বালিয়ে এরোসল দিয়ে ও শান্তি নেই, রাতে মশারীর ভিতরে ডুকে ও কামড়ায়। এখন চলছে বর্ষার মৌসুম। শায়েস্তাগঞ্জে প্রায় প্রতিদিনই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির পানি শায়েস্তাগঞ্জের অলিগলি, ঝোপঝাড়ে আটকে থাকায় মশার উপদ্রব বেড়েছে কয়েকগুণ। শায়েস্তাগঞ্জের পৌরসভার হাটেবাজারে, অফিস আদালতে, বাসা-বাড়িতে সর্বত্রই মশার একছত্র আধিপত্য চলছে।
একটানা মশার এমন উপদ্রবে অতিষ্ঠ শায়েস্তাগঞ্জের মানুষজন। করোনাভাইরাসের এ সময়ে ঘরে থাকা শিশু, বৃদ্ধ থেকে শিক্ষার্থী সবাই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। একই সাথে করোনার আতংকের মধ্যে ও মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় উপজেলা-জুড়ে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। তবে দিনদিন মশার উপদ্রব বৃদ্ধি পেলেও নির্বিকার শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে এ থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করতে দেখা গেছে। পৌরসভার সাবাসপুরের বাসিন্দা আলমাহমুদ সুজাত বলেন, শান্তিমতে খাওয়া যায়না, টিভি দেখা যায় না, নামাজ পড়া যায়না মশার যন্ত্রণায়, খুব ভোগান্তিতে আছি।
পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা জমির আলী জানান, আমাদের এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের তেমন কোন মাথাব্যথা নেই। গত কয়েকদিন আগে আমি দেখেছিলাম ২ নং ওয়ার্ডে বগার মেশিন নিয়ে কয়েকজন এসেছিলেন, কিন্তু অপারেটিং সিস্টেম জানা না থাকায় তারা স্প্রে না করেই চলে যায়।
একই বিষয়ে পৌরসভার বাসিন্দা ৯ নং ওয়ার্ডের সচেতন নাগরিক শফি কাইয়ুম জানান, বৃষ্টি বেড়ে যাওয়ায় মশা ও বেড়েছে। করোনার প্রভাবে সাধারণ মানুষ জ্বরে আক্রান্ত হলে ও ডেংগু জ্বরে আক্রান্ত কিনা এ নিয়ে ভাবছে না, তাই ঝুঁকি ও বাড়ছে। তবে মশা নিধনে আমি এখন পর্যন্ত পৌরসভার তেমন কোন কার্যক্রম দেখিনি। পৌরসভায় শান্তিপুর্ণভাবে বসবাসের জন্য মশা নিধকের বিকল্প নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে করোনার কারণে মশক নিধন কার্যক্রম বন্ধ ছিল, তারা আবার এ কার্যক্রম শুরু করেছেন।
এই বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি বলেন, দীর্ঘদিন করোনার কারণে আমরা মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে পারিনি, তাই বৃষ্টিতে মশা কিছুটা বেড়ে গেছে। ইতিমধ্যেই মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম করা হবে। ইতোমধ্যে ৭,৮,৯ নং ওয়ার্ডে মশা মারার জন্য স্প্রে করা হয়েছে। আমাদের এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। মশা নিধনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj