স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান মামুনের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদের গতকাল শুক্রবার ৭ নং বরিউরি কালাইনজুড়া ইউনিয়ন কমপ্লেক্স এক প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক মেম্বার মোবাশ্বির মিয়ার সভাপত্বিতে ও কফিল উদ্দিনের পরিচালনায় সহ্স্র্রাধীক মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ মিয়া লন্ডনী, হারুন মিয়া, হাবিব উল্লা, জিয়া উদ্দিন মেম্বার, শরীফ উদ্দিন খাঁন, জুবায়ের আহমেদ, আব্দুল মুকিত, জসিম উদ্দিন, মনফর উল্লা, নুরুল হক, আহাদ মিয়া, লুৎফুর রহমান, রঙ্গলাল রবিদাশ রঞ্জু, জোতীষ মেস্ত্রী, ক্ষীতীশ পরীতোষসহ অন্যান্যরা। সভায় আবুল খায়ের
উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আতাউর রহমান মামুনের উপর সন্ত্রাসী হামলাকারীদের কে ধরে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী করে।
অন্যাথায় আবারো কঠোর আন্দোলনের উদ্যোগ গ্রহন করবে বলে সমাবেশ থেকে হুশীয়ার উচ্চারণ করা হয়।উল্লেখ্য, গত ১১মে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী আতাউর রহমান মামুনকে কুপিয়ে রক্তাক্ত যখম করে।
মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।