হামিদুর রহমান, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মামলা করে বিপাকে পড়েছে একটি অসহায় পরিবার। আসামিদের হত্যার হুমকি হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবারের সদস্যরা।
জানা যায় উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের মুক্তিযোদ্বা আব্দুল হামিদের মেয়ে পক্ষে নাতি শাহ আলম (১৪) ও শরিফ মিয়া (১২) গত ৮ মে সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে পার্শ্ববর্তি বাড়ির মস্তব আলীর ছেলে বাশারের বিল্ডিং এর ছাদের নিছে আশ্রয় নেয়। এসময় বাশারের ভাই খলিলুর রহমান (৩০) তাদের কে মারপিট করে আহত করে। পরে তাদের হাসপতালে নিয়ে গেলে বিকেল প্রায় ৩টার দিকে বাড়ির অন্যান্য লোকদেরও পিটিয়ে আহত করে খলিল ও তার লোকজন। বিষয়টি ৯মে রাতে শালিসে মিমাংসার সিদ্ধান্ত হলেও খলিল তার ভাই তাউছ মিয়া,দুলল মিয়া সহ তার লোক জন সকাল সাড়ে ১১টার দিকে পূনরায় শাহ আলমদের বাড়িতে হামলা চালায়।
কয়েকদফা হামলায় শাহ আলম,তার মা নাজমা বেগম,ভাই নূর আলম,শরিফ মিয়া ও মামা সেতু মিয়া সহ প্রায় ৮জন আহত হয়। এব্যপারে শাহআলমের পিতা সুলতান উদ্দিন বাদী হয়ে হবিগঞ্জ আদালতে খলিল গংদের বিরুদ্বে একটি অভিযোগ দায়ের করলে আদালত মাধবপুর ানাকে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করার নির্দেশ দেন।
শাহআলমের মা নাজমা বেগম জানান মামলার বিষয়টি জানতে পেরে আসামি পক্ষের লোকজন আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা মামলা প্রত্যাহারের জন্য উপর্যপরি হুমকি দিয়ে জাচ্ছে। যেকোন সময় পূন-হামলার আশংকা করছে শাহআলমের পরিবার। মামলার তদন্ত কর্মকতৃঅ সামস-ই-তাব্রিজ যানায় মামলা রেকর্ড করা হয়েছে আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।আহত শাহআলম ও শরিফের অবস্থা আশংকা জনক। গুরতর আহত শরিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপতাল থেকে সিলেট উসমানি মেেিকল কলেজ হাসপাতলে রেফার করা হয়েছে।