এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে নরপতিতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৩ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হোন।বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে দলের প্রতিষ্টাতা মেজর জিয়াউর রহমান সহ সকল সদস্যদের স্বরন করা হয়।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরোগ্যলাভ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্য প্রার্থনা করেন নেতৃবৃন্দ। তারা সকল কর্মীদের একাত্মতা হয়ে কাজ করে দলের কার্যক্রম গতিমান করা পরামর্শ দেন। বক্তারা আরো বলেন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যারের নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সবাইকে নিয়ে আন্দোলনে নেমে বিএনপি আবারো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ৯ নং ইউপির সাবেক চেয়্যারমেন শফিকুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার,চুনারুঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফুর রহমান,সদস্য সচিব মারুফ আহমেদ,কলেজ ছাত্রদলের সদস্য ইয়াছিন আহমদ রায়হান,ছাত্রদল নেতা শামসুদ্দিন ইমন প্রমুখ।