সৈয়দ সালিক আহমেদ : বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর, বতর্মান সরকার শ্রমিক বান্ধব, আর এ জন্য শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছেন, করোনাকালীন সময়ে শ্রমিকদেরকে এককালীন বিভিন্ন সময় অনুদান প্রদান করেছে।
শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যে সড়ক নিরাপত্তা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করেছি। ইনশাআল্লাহ শ্রমিকদের সকল দাবী দাওয়া পর্যায়ক্রমে সরকার বাস্থবায়ন করবে।
তিনি আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ মটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ্রের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ হোসেন খান, সিলেট জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সালাম, মটর মালিক গ্রুপ্রের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সজিব আলী, হাবিবুর রহমান জিতু, শাহনুর মিয়া প্রমুখ।