শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জ শহরে মিষ্টি ও ফলের দোকানে ভোক্তা অধিকারের অভিযান, মামলা ও জরিমানা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও বানিজ্যিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভোক্তা অভিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও হবিগঞ্জ সদরের উপজেলার উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ রনজিৎ কুমার আচার এর উপস্থিতিতে এ অভিযান করা হয়।

এসময় চৌধুরীবাজার এলাকার লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে রং ব্যবহার, নোংরা রান্না ঘর, দই ও রসমালাইয়ে মেয়াদ ও মূল্য না থাকা এবং মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকার কারনে ১৫ হাজার টাকা, দেশ বন্ধু মিষ্টান্ন ভান্ডারকে প্যাকেটের ওজন বেশি থাকায় ৩হাজার টাকা, জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দই ও রসমালাই এর মোড়কে মেয়াদ মূল্য না থাকার কারনে ৬হাজার টাকা জরিমানা করা হয় ।

পাশাপাশি চৌধুরী বাজার এলাকায় ফলের দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় তানভীর এন্টারপ্রাইজকে ১হাজার টাকা, গনি ফলের দোকানকে ১ হাজার টাকা এবং রিতু এন্টারপ্রাইজকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম । সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!