শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, জাতীয় পার্টি কে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। বরং নেতাকর্মীরা অতীতের মতোই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। নেতাকর্মীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা যেমন স্বাধীনতার স্বাদ পেতাম না, তেমনি এরশাদের জন্ম না হলে এদেশের মানুষ উন্নয়ন বঞ্চিত থাকতো। এরশাদ আমাদের মাঝে নেই, কিন্তু তার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা,কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির দপ্তর সম্পাদক গাজী মিছবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস ছালাম মেম্বার, জেলা জাতীয় পার্টির সদস্য নিজাম উদ্দিন সানু, মিলাদ হোসেন সুমন।
কর্মী সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় যুবসংহতির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আব্দুল মতিন, আক্তার উদ্দিন, সুহেল মিয়া, মোছাব্বির হোসেন, আব্দাল খান, কামাল মিয়া, আব্দুল সালাম, শেখ আক্তার আলী, সাদেক মিয়া, সফিক মিয়া, আব্দুল কাইয়ুম, জাবেদ আলী প্রমুখ।
কর্মী সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব এম এ কাইয়ুম কে আহ্বায়ক, জাবেদ আলী, হাফেজ তাজুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক ও আব্দুল আউয়াল কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj