মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে ৩ লক্ষ টাকার চোরাই কাঠ ও কাঠবহনকারী ২টি পিকআপসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ।
শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের বনজ দ্রব্য পরিক্ষন ফাড়িতে নিয়মিত টহল পরিচালনার সময় চোরাই কাঠবোঝাই ২টি পিকআপসহ ৩ জনকে আটক করেন শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরিক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী। পরবর্তীতে বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহীদুর রহমানের নেতৃত্বে আটককৃত পিকআপ ও আসামীদেরকে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গামাই কাঠের ৩২ পিছ সলিড দরজা ও ৬৩ পিছ শিলকড়ই কাঠের চৌকাঠ বোঝাই ২ টি পিকআপ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ বনজ দ্রব্য পরিক্ষন ফাড়িতে আটক করা হয়। এসময় দরজা ও চৌকাঠ বোঝাই ঢাকা মেট্রো ন ১৬-৫৩৩৭ এবং মেট্রো ন-১৭-১৫৪৭ নম্বরের ২ টি গাড়ি সহ গাড়িতে থাকা ৩ ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলো পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে আজিজুল খান (২৩),ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের লাল মিয়ার ছেলে তানভির হোসেন (২২) এবং শরীয়তপুর জেলার গোসার হাট উপজেলার চইদীপুর গ্রামের শফিক বেপারীর ছেলে আইনাল বেপারী (৪৭)।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বলেন, আমরা প্রতিদিনের ন্যায় পরিক্ষণ ফাড়িতে টহলরত ছিলাম। তখন ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা ট্রিপল দিয়ে ঢাকা ২ টি গাড়ি দেখতে পেয়ে গাড়িগুলোকে থামিয়ে পরিক্ষা করে গাড়িতে সলিড দরজার ও চৌকাঠ দেখতে পাই। এসময় সংশ্লিষ্টরা বনবিভাগের ট্রানজিট পাস সহ কোন ধরনের কাগজ দেখাতে না পারায় গাড়ি ২ টিকে আটক করি।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জের কর্মকর্তা শহিদুর রহমান জানান, আটককৃত কাঠের দরজার ও চৌকাঠের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা হবে। আটককৃত কাঠ, গাড়ি এবং আসামীদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বনজ মোঃ জাকির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj