চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাপক আকারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চলতি সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৫৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় সন্ধা পর্যন্ত ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ মে থেকে বুধবার (২০ মে) পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসা নিলেও তার মধ্যে ৫৩ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
বুধবার ডায়রিয়া আক্রান্ত ভর্তিকৃত রোগীরা হচ্ছে নরপতি গ্রামের রোকেয়া (২৫), সতং গ্রামের আছিয়া খাতুন (৫০), পাকুরিয়া গ্রামের জুলেকা খাতুন (৬০), দারাগাঁও গ্রামের তাফি (৯), শ্রীবাউর গ্রামের তাহমিনা (২০), নাসিমাবাদ গ্রামের ছামেলি বেগম (৪৫), হাতুন্ডা গ্রামের সোহাগ (১০), দেওরগাছ গ্রামের আকছিরা খাতুন (৬০), সুন্দরপুর গ্রামের সুমন (২৩), বড়জুস গ্রামের আরিফা খাতুন (৩০), নরপতি গ্রামের সফর চাঁন (৬০), পাচঁগাতিয়া গ্রামের রাবিয়া খাতুন (২২), পারকুল গ্রামের সালমা (দেড় বছর), আমকান্দি গ্রামের সারাজ মিয়া (২৫), বাসুল্লা গ্রামের আছিয়া খাতুন (৩০), রহমতাবাদ গ্রামের হাবিবুর রহমান (৩৫)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দাস এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রীষ্মের প্রচন্ড গরম ও বাজারের ফরমালিন যুক্ত ফলমূল সহ বেজাল খাদ্য দ্রব্য খাওয়ার কারনেই এ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
তাছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়ায় আক্রান্তের খবর পাওয়া গেছে।