আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।
এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা,২০১২ এর আওতায় নোয়াপাড়া ইউনিয়নের অবৈধ ৬টি করাতকলকে বন্ধ করে দেওয়া হয়,এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড আরোপ করা হয়।
আজ বুধবার দুপুরে ২৯ সেপ্টেম্বর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, এইসময় সাথে ছিলেন সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, এইসময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন আনসার ও পুলিশ সদস্যরা।
এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ডকুমেন্টস এবং অন্যান্য কাগজপত্রাদি প্রর্দশন করতে না পারার অপরাধে জেল ও জরিমানা করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ৬ টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj