আকিকুর রহমান রুমনঃ- সাতক্ষীরায় র্যাব-৬ অভিযানে হবিগঞ্জের ২জনসহ মলম পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় সাইফুল ইসলাম নামক এক ভিকটিমকে উদ্ধার করেন র্যাব।
সূত্রে জানাযায়,সাতক্ষীরায় র্যাব-৬ গত ৪ অক্টোবর বিকাল ৫টার দিকে সাতক্ষীরাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক একটি লোকাল বাসে উঠে উক্ত মলম পাটির সদস্যরা।এসময় আসামী মো.সবুজ সরদার তার পাশে বসা জনৈক সাইফুল ইসলাম এর সাথে বিভিন্ন কথাবার্তা বলার এক পর্যায়ে চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেয়।
তার চোখ জ্বালাপোঁড়া শুরু করে।তখন ভিকটিম সাইফুল ইসলাম চিৎকার করলে অজ্ঞান পার্টির প্রধান সবুজ সরদার এর সহযোগীরা বলপূর্বক ভিকটিম সাইফুল ইসলামের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটে থাকা অনুমান ১০.৭৯৬ টাকা ছিনিয়ে নেয়।
সাতক্ষীরায় র্যাব-৬ আরো জানায়,এ খবর পাওয়ার পর র্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০.৭৯৬ টাকা,১টি হাত ব্যাগ,সাতটি মোবাইল,২টি বিষাক্ত ঔষধের ডিব্বা এবং হামদর্দ কোম্পানির ২টি পাম্পলেট উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেপ্তারকৃত মলম পাটির সদস্যরা হলেন,হবিগঞ্জ জেলার সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের মৃত জিন্নাত আলীর পুত্র সামছু মিয়া(৫৯)ও একই জেলার চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ার হোসেন(৩৪)এছাড়াও মলম পাটির প্রধান সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মোঃ সবুজ সরদার (৩৪) ও মোঃ আল-আমিন সরদার (৪০),খলিশখালী গ্রামের মৃত দবিরউদ্দিন গাজীর ছেলে আব্দুল মাজেদ গাজী (৪২)।
সাতক্ষীরায় র্যাব-৬ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীগন ৫/৬ বছর যাবৎ বিভিন্ন কেমিক্যাল দিয়ে নিজেরাই চেতনানাশক মলম তৈরী করে সংঘবদ্ধভাবে বিভিন্ন মানুষকে অজ্ঞান করে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj