চুনারুঘাট প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের সফলতার একযুগ পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জের কদমতলী ফিলিং স্টেশনের পাশে দোয়া ও মিলাদ মাফিল শেষের ১যুগ পূর্তিতে কেকে কেটে উদযাপন করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গাজীউর রহমান গাজী। আলোচনায় হবিগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম।
এতে স্বাগত ব্যক্তব্য রাখেন, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু। বিশেষ অতিথি ছিলেন-শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম, জালালাবাদ গ্যাস ফিল্ডের ইনচার্জ মুরাদ হুসাইন, অ্যাডভোকেট আব্দুল হাই, লাল চান্দ চা-বাগানের সহকারি ব্যবস্থাপক হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেলের ইনচার্জ মোঃ ওয়াহিদুর রহমান, ঢাকা ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানাজার মোঃ সদরুল ইসলাম, হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন, আইসিবি ব্যাংকের সিলেট বন্দর শাখার ইনচার্জ মহিউদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ,স,ম আফজাল আলী, এডলিট ট্রেনিং ইন্টিস্টিউটরে চেয়ারম্যান আব্দুল আওয়াল, আওয়ামীলীগ নেতা শফিক মিয়া ভান্ডারী, হাজী আব্দুস সামাদ মেম্বার, আজাদ মেম্বার, মহি উদ্দিন, আব্দুর রহিম, স্বত্ত¡াধিকারি খালেদুর রহমান, পাবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে জি.এস ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী গাজীউর রহমান গাজী বলেন-ইতিমেধ্য আমরা সততার সাথে ব্যবসায় পরিচালনা করে দীর্ঘ একযুগ পার করেছি। সততাই আমাদের মূল পুজি। গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ফিলিং স্টেশনের সকল কার্যক্রম চলছে।
তিনি আরো বলেন, একযুগ পার করতে আমার ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সংগ্রাম করে এ পর্যন্ত এসেছে এবং মানুষের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আমাদের ফিলিং স্টেশনের সক সেবাসমূহ। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj