সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : যথাযথ কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
শেখ রাসেল দিবস- ২০২১ উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কার্যালয় সামনে শেখ রাসেল এর প্রতিকতিতে পুষ্প স্থাপক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগীতায় উপজেলা পরিষদ সভা পক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লা সরদার।
[caption id="attachment_79091" align="alignnone" width="300"] প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে। [/caption]
এতে অন্যান্য মাঝে বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, ব্রাহ্মণডোরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ রমা পদ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, একাডেমি সুপার বাইজার জগদীশ চন্দ্র দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, থানা ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি মোর্শেদ আলম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিক মিয়া, শায়েস্তাগঞ্জ প্লেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনতা দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা রিপোটার্স ইউনিটি সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্লেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, শাহ মোস্তফা কামাল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, শিক্ষক, আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে স্থানীয় শেখ রাসেল জাতীয় শিশু - কিশোর পরিষদের উদ্যেগে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগীতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অন্যদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নানা কর্মসূচী পালন করা হয়।
এছাড়া শেখ রাসেল এর রুহের মাগফিরাত কামনা করে উপজেলার প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj