জুয়েল চৌধুরী ॥ প্রেমের টানে সংসার ও সন্তান রেখে পালিয়ে গিয়ে ঘর বাধাঁ হল না। অবশেষে ঠিকানা হল শ্রীঘরে। গতকাল শুক্রবার ভোরে এ রসালো ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কদমতলী গ্রামের তাহের মিয়ার কন্যা হাসনা বেগম (২০) এর সাথে ৩ বৎসর পূর্বে বিয়ে হয় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শাহপুর গ্রামের সাইদুলের। বিয়ের পর তাদের কোলজুড়ে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।
হাসনার স্বামী কাজের তাগিদে বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী দেবর ঢাকার গার্মেন্টসের শ্রমিক সাইফুল (২০) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে হাসনা কে গালমন্দ করে। প্রেমের জ্বালা বড় জ্বালা। গত ১০ মে সকলের অগোচরে হাসনা, সাইফুলের সাথে বাচ্চা রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এক পর্যায়ে ঢাকায় এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে এবং কুড়িল বিশ্বরোডে বাসা ভাড়া নিয়ে গার্মেন্টের্সে কাজ নেয়। এদিকে সাইফুল সুন্দরী স্ত্রীকে হারিয়ে পাগলের মতো হয়ে বিভিন্নস্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে।
গতকাল শুক্রবার ঢাকা থেকে হবিগঞ্জ আসলে চৌধুরীবাজার এলাকায় বেরসিক পুলিশের হাতে আটক হয়ে গতাকালই কোর্টের মাধ্যমে কারাগারে যায়। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃত প্রেমিক প্রেমিকাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।