শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১’ উদ্বোধন করা হয়েছে।
অগ্নিকান্ডসহ যেকোনো দুর্ঘটনায় প্রথমেই মানুষের মনে ভেসে আসে ফায়ার সার্ভিসের নাম। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে যায় এই বাহিনী।
অগ্নি-নিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জন-সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
প্রথম দিনের নানা কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও গণসচেতনতামুলক র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এসময় সাধারণ মানুষের মাঝে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মিরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই স্টেশনের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফুল ইসলাম।
উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে যাহাতে স্বেচ্ছাসেবকরাও আগুন নিভানোর কাজে ফায়ার কর্মীদের সহযোগীতা করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj