স্টাফ রিপোর্টার" হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর আমরা আমাদের মেধাবী সন্তানদের হারিয়েছি। তঁাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জাতিকে মেধাশূন্য করতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতিসত্তার একটি বিপদজ্জনক ট্রাজেডি। এই ঘটনার পর আবার এদেশে পাকিস্তান কায়েম হয়েছিল। জাতির পিতার সুযোগ্য কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। দেশকে উন্নয়ন-অগ্রগতির চূড়ায় নিয়ে গেছেন। কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের টাউন হল রোডস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, হানাদার বাহিনী একাত্তর সালে তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারই নীল নকশা অনুযায়ী আমরা হারিয়েছি মেধাবী সন্তানদের। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি এবং তাদেরকে অন্তরে ধারণ নতুন প্রজন্মকে জানাই আমরা আলোর পৃথিবীতে বাঁচতে চাই।
সভাটি পরিচালনা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আবুল ফজল, অ্যাডভোকেট আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী আসীম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মুকুল আচার্য্য, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রেজাউল মুহিত খান, ডা. দেবপদ রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাংশু দাসক গুপ্ত, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট নারদ গোপ, হাবিবুর রহমান খান, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, মোস্তফা কামাল আজাদ রাসেল, সাদিকুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj