বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বোরো ধান রোপন শুরু হয়েছে। চাষের লক্ষমাত্রা ১১১২০ হেক্টর। হাওর বেষ্টিত ও শস্যভাণ্ডার খ্যাত লাখাইয়ে বোরোধান রোপন শুরু।লাখাইর হাওরে বোরোধান রোপন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
বুল্লা ও লাখাই ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে কৃষককূল ধান রোপনের লক্ষ্যে জমিতে চাষ ও আগাছা পরিষ্কার করছে আবার কেউবা রোপন করছে। হাওরে ইতিমধ্যে প্রায় ২০০-৩০০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে বলে জানা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় এ বছর লাখাইয়ে ১১১২০ হেক্টর জমিতে ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাতের ধান৬৬০০ হেক্টর। এর মধ্যে হাওরে ৫৫৬০ এবং ননহাওরে ১০৪০ হেক্টর। উফসী জাতের হাওরে ২৭৬০ এবং নন হাওরে ১৭৫০ হেক্টর। স্থানীয় জাতের ধান হাওরে ১০ হেক্টর জমিতেচাষ হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বুল্লা ইউনিয়নের চাঁনপুর,চন্দ্রপুর,ভরপূর্নী, গোয়াকারা,হেলারকান্দি,ভূমাপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামের মাঠগুলোতে চাষীরা ধানের চারা বীজতলা থেকে উঠানো ও রোপনে ব্যস্ত সময় পার করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার জানান এ বছর উপজেলায় ১১১২০ হেক্টর জমিতে বোরোধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৩০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। আমরা আশা করছি চাষাবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj