মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে মাধবপুর পৌর শহরের বাজারের ভিতরে সরকারি পুকুর পাড় দখল করে অবৈধ ভাবে নির্মাণ করা দখলদারদের বাড়ির সরকারি জায়গার দখল কৃত অংশ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ-৪ আসনের সাংসদ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে গত ১৮ই নভেম্বর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
স্থানীয়রা জানান, মাধবপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে সরকারি পুকুরের অনেকটা অংশ ভরাট করে সরকারি খাসজমি ১০২৭ দাগের ১৩১.৮৭ শতাংশ জায়গা ৪০ বছর ধরে ৪২জন ব্যাক্তি দখল করে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। সম্প্রতি উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১৩১শতক ৮৭ পয়েন্ট সরকারি জমি দখল মুক্ত করেছে। উদ্ধারকৃত জমির মূল্য আনুমানিক প্রায় ১০০কোটি টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ১৮ নভেম্বর থেকে বাজারে ভিতরে পুকুর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। গত এক মাসেরও সময় ধরে পুকুর পাড়ে ৪২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলমান এই অভিযানে পুকুর পাড়ে দুই টি বহুতল ভবনের কিছু একাংশ রয়েছে।
সম্প্রতি উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম উদ্ধার হওয়া শতকোটি টাকার মূল্যের সরকারি জায়গা ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছেন,এর ফলে মাধবপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্নের দৃষ্টিনন্দন পার্ক হতে যাচ্ছে।
উচ্ছেদ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, গত ১’মাসেরও বেশি সময় ধরে পুকুর পাড়ে ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুকুর খনন ও দৃষ্টিনন্দন পার্ক তৈরী জন্য কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, এতে মাধবপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্নে পূরণ হচ্ছে, মাধবপুরকে সুন্দর ও একটি মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করা হবে, সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন,নিজ উপজেলাকে সুন্দর ও সাজানো গোছানো রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মহিউদ্দিন জানান,২জন ব্যক্তি সীমানা নির্ধারণের জন্য কোর্টের মামলা দায়ের করেছিলেন, কোর্টের নির্দেশে সার্ভেয়ারগন মাপজোক করে সীমানা নির্ধারণ করে দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj