স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বাবুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে গতকাল রবিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার নিশাপট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।