সৈয়দ হাবিবুর রহমান ডিউক"
চলছে পৌষ মাসের শেষ দিক, পড়েছে কনকনে ঠান্ডা। আর গরীব দুঃখী অসহায়দের বেড়েছে কষ্ট। এমন বাস্তবতায় শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের নসরতপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে হিলফুল ফুজুল যুব সংঘ।
মংগলবার (১১ জানুয়ারি) দুপুর ৩ টায় স্থানীয় নসরতপুর রেলস্টেশন এলাকায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন সংঘটনের নেতারা।
পরে ব্যাতিক্রমধর্মী সামাজিক সংঘটন হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি গোলাম হুসাইন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাইম আহমেদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নছরতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুল শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ তানভীর হোসেন সফিক, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আরব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল আজিজ ফরহাদ, মোঃ শামীম মিয়া, মোঃ আব্দুল করিম, অবঃ সেনা সদস্য আব্দুস শহীদ, অবঃ সেনা সদস্য হাজী মিজান আলী, ফজলে রাব্বি মুর্শেদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহ, সানিউল আলফাজ, হাফেজ কারী মাওঃ জালাল উদ্দিন, আহাম্মদুল হক লিমন, শেখ রাজিব হুসাইন, অলিউর রেজা রুবেল, শাকিম মিয়া, রাজি মিয়া, আল আমিন, সেতু আহমেদ, নোমান আহমেদ, উজ্জ্বল, সুমন মিয়া, খোকন মিয়া, সাইফুল, এমরান মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সর্বশেষ উপস্থিত বক্তারা সংগঠনটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকলকে আহবান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj