স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন মোকাবিলায় সবধরণের গণপরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতের আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে মরণোত্তর অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানিয়েছেন।
এ সময় এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে সরকার। এজন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।
সামনের দিনে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারি সকল নির্দেশনা শতভাগ পালন করার বিকল্প নেই। গণপরিবহনে যাত্রী ও শ্রমিকের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই কতর্ৃপক্ষকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আন্তরিক থাকতে হবে। সেটা করলেই এ পরিস্থিতিতে সরকার দেশের সবকিছু স্বাভাবিক রাখতে পারবে। সকলেরই মনে রাখা উচিত, আগে জীবন ও পরে জীবিকা।
জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে মৃত্যুবরণকারী ৩৪ জন শ্রমিকের পরিবারকে ১১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছে জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj