স্টাফ রিপোর্টার :
সরকারের নির্দেশনা অনুযায়ী ১লা জানুয়ারী থেকে সকল শিক্ষার্থী করোনা ভাইরাসের টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে অংশগ্রহণ করবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলায় মোট করোনার টিকা প্রাপ্ত শিক্ষার্থীর লক্ষমাত্রা ১লক্ষ ৭৬ হাজার ৩৩৬। গতকাল পর্যন্ত টিকা গ্রহণ করেছে ১লক্ষ ৬৪ হাজার ২৫৬জন শিক্ষার্থী, শতকরা হারে ৯৩%।
শিক্ষা প্রতিষ্ঠানে ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষাথর্ীদেরকে শতভাগ করোনার টিকার আওতায় আনার জন্য কয়েকবার সময়সীমা বৃদ্ধি করেছে। শিক্ষা স্বাস্থ্য এবং প্রশাসন যৌথ পরিকল্পনায় মাঠ পযার্য়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি সময়সীমা অতিবাহিত হয়েছে।
এদিকে জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় গতকাল পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা মিলে ১লক্ষ ৭৬ হাজার ৩৩৬ হাজার শিক্ষাথর্ী করোনার টিকা গ্রহণ করেছে।
এদিকে উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায় গত রবিবার ১৬ জানুয়ারী পর্যন্ত আজমিরীগঞ্জে ৯০.৫৩% বানিয়াচংয়ে ৯১.০৩% নবীগঞ্জে ৯০.৫৩% বাহুবলে ৮৯.৩ চুনারঘাটে ৮৯.৩৫% সদরে ৯২.৩৯ লাখাইয়ে ৮৭.৭৮% এবং মাধবপুরে ৯০.৯০% শিক্ষার্থী করোনার টিকা গ্রহণ করেছে।
জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহল্লাহ জানান, ফাইজরের টিকা প্রদানের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন, তাই প্রথম দিকে কক্ষ ব্যবস্থাপনা করতে একটু বিলম্ব হয়ে গেছে। তবে আমরা এই মূহুর্তে শতভাগের কাছাকাছি চলে এসেছি, মাঠ পর্যায়ে আমরা সমন্বিতভাবে টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj