বাহার উদ্দিন, লাখাই থেকে :
বাঁশ দিয়ে মই তৈরী করে ও তা বাজারে বাজারে বিক্রি করে সংসার চলে আদমপুর গ্রামের মোঃ মিজান মিয়ার।প্রায় দেড় যুগ যাবৎ বাজার থেকে বাঁশ কিনে তা দিয়ে নিজেই মই তৈরী করে লাখাইর বুল্লাবাজার ও আদমপুর বাজারে বিক্রি করে আসছে মিজান।
এতে যে মুনাফা হয় তা দিয়েই কোন রকমে সংসার চালাচ্ছে মিজান।তিনি সহ পাঁচ সদস্যের সংসারের চলে এ মই বিক্রিতেই।এক সময় এ বাঁশের মই এর বেশ চাহিদাও ছিল বেশ এবং আয়রোজগারও হতো ভাল।বর্তমানে কলের লাঙ্গলের চাষাবাদের কারনে গবাদি পশু গো- মহিষের চাষাবাদ নেই বললেই চলে।আর এতে মইয়ের ব্যবহারও কমে গেছে।আগেরমতো মইয়ের চাহিদাও নেই।
এক সময় গরু মহিষের মাধ্যমে চাষাবাদের কালে মইয়ের বেশ চাহিদাও ছিল।সে সময় কৃষকের ঘরে ঘরে মই থাকতো।বর্তমানে তা আর নেই।আগেকার দিনে গরু মহিষের সাহায্যে জমিতে মই দেওয়া হতো।কিন্তু এখন কোন কোন কৃষক নিজেরাই মই টেনে জমি সমান করে আবার কেহ কলের লাঙ্গলের পিছনে মই বেঁধে দিয়ে জমিতে মই দিয়ে থাকে।ফলে এখন খুব কম সংখ্যক কৃষকের বাড়িতে মই দেখা যায়।
আবার একজনের মই দিয়েই কয়েকজন কৃষকের কাজ চলে।ফলে দিন দিন মইয়ের চাহিদা কমে যাচ্ছে।তার পরও মিজান তার মই বিক্রির পেশা আকড়ে রয়েছে।বর্তমানে প্রতিটি বাঁশের তৈরী মই মান ভেদে ৮৫০-১০০০ টাকায় বিক্রি হয়ে থাকে।বাঁশে মূল্য বৃদ্ধি পাওয়ায় মইয়ের দামও বেড়ে চলেছে।২/৩ বছর পূর্বেও যে মই ৫০০ টাকায় বিক্রি হতো তা এখন ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার(২৯ জানুয়ারী) স্থানীয় বুল্লাবাজারে মই ব্যবসায়ী মিজান মিয়ার সাথে আলাপকালে জানান আমি দীর্ঘদিন যাবৎ নিজেই বাজার থেকে বাঁশ কিনে মই তৈরী করে প্রতি হাটবার শনিবার ও মঙ্গবার এ বাজার মই বিক্রি করে থাকি।এভাবে বছরের ৩-৪ মাস অর্থাৎ কার্তৃক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত মইয়ের ব্যবসা করে থাকি।
এদিয়েই আমি আমার স্ত্রী,তিন সন্তানসহ সংসার কোন রকমে চালিয়ে আসছি।তিনি আরও জানান আমার কোন নিজের জমিজমা নেই।এপেশার পাশাপাশি অন্যের ২/৩ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করে থাকি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj