মাধবপুরে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ দন্ড প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়-বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে থানার এস.আই.সামস-ই তাব্রীজ নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত ডোঙ্গা মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮) একই এলাকার মৃত মনাই মিয়ার ছেলে সোলাইমান মিয়া (৩৮)ও জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত বেনু মিয়ার ছেলে জিলু মিয়া (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুাের উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হেলাল মিয়াকে ১ মাস, সোলাইমান মিয়া (৩৮) ১মাস ও জিলু মিয়া (৩০) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।