সৌদিআরব প্রতিনিধি:: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ২০১৫ সালে অনুষ্টিত এসএসসি পরিক্ষায় সৌদি আবরের দুটি কেন্দ্রে ১৫৮ জন প্রবাসী পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ৮০ জন পরিক্ষার্থীর মধ্যে সকলেই কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৩১ জন। রিয়াদের বাংলাদেশ দুতাবাস স্কুলের ৮৪ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৮ জন কৃতকার্য হয়েছেন। পাশের হার ৯২ দশমিক ৮৬। জিপিএ ৫ পেয়েছেন ১৮ জন।
উল্লেখ্য,গত ৬ই ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায় রিয়াদ এবং জেদ্দার দুটি কেন্দ্রে একযোগে ২০১৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। যার মধ্যে ৮৭ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের পক্ষ্ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থী, স্কুলের শিক্ষক ও প্রবাসী অভিবাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।