বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫নং লাশাতাশি ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের ৮১ লাখ ৫৬ হাজার ৯শ ৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ২০ হাজার ৬ শত ৮৬ টাকা। উদ্বৃত্ত ২ লাখ ৩৬হাজার ৩শ ১২ টাকা।
রোববার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুর সভাপতিত্বে ও ইউপি সচিব হোসাইন কবির তালুকদারের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু।
বাজেটে রাস্তা নির্মাণ, শিক্ষা, কৃষি ও সেচ, নলকূপ, স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচী আইন শৃঙ্খলা খাতে অগ্রাধিকার দেয়া হয়।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিএসপি-২ প্রকল্পের জেলা ফ্যাসিলেটর মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান মাসুম, পরিষদের সদস্য মহিবুর রহমান আওয়াল, আমীর আলী, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, গোপেশ ভট্রাচার্য, আশিক মিয়া, নুরুল ইসলাম তালুকদার, আব্দুস ছমদ, স্বরস্বতী রাণী দত্ত, ফুলমা রাণী দেব, লক্ষী রাণী দেব প্রমূখ।