সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নিঃশর্ত মুক্তির দাবীতে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে শুরু করে পৌর শহরে প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে প্রতিবাদ সভা হয়। এতে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমরান আহমদ এর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাইফ এর পরিচালনায় উক্ত পথ সভায় বক্তব্য রাখেন শাওন, ফরিদ, ইফতেখার, নাজমূল, ছায়েদ, সোহাগ, শাহ সুজাত, মুশাহিদ, রায়হান, জালাল, এমরান, শিপন, ছাব্বির, প্রান্তর প্রমুখ। বক্তারা বলেন, হবিগঞ্জে স্বচ্ছ রাজনীতির অকুতোভয় জিয়ার সৈনিক সৈয়দ মুশফিক আহমেদের নিঃশর্ত মুক্তির দেওয়া না হলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কে মুক্ত করে আনা হবে।