চুনারুঘাট প্রতিনিধি : প্রধান শিক্ষকের সাথে অসদাচরন করায় বরখাস্ত হলেন চুনারুঘাট উপজেলার কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা মিয়া খাঁন।
গত-২৮/০৫/১৫ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান সহকারী শিক্ষক তারা মিয়া খাঁনকে তাঁর (প্রধান শিক্ষকের) বিরুদ্ধে উস্কে দেওয়ার অভিযোগ এনে শোকজ প্রদান করলে শিক্ষক তারা মিয়া ক্ষিপ্ত হয়ে তর্কবিতর্ক ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তার কিছুক্ষণ পরে মোটরসাইকেল কে রাস্তায় রেখে এসে রাজ মিস্ত্রির গজ দিয়ে প্রধান শিক্ষক মতিউর রহমানকে পিছন থেকে আঘাত করে পালিয়ে যান। প্রধান শিক্ষক ব্যাপারটি তাৎক্ষনিক ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মুঠোফোনে অবগত করলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ঐ দিনই বিষয়টি তদন্তের জন্য দুইজন তদন্ত কর্মকর্তা বিদ্যালয়ে প্রেরণ করেন।
অফিসারগন বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী ও স্কুলে কর্মরত রাজমিস্ত্রীদের জিঞাসাবাদ ও লিখিত সাক্ষ গ্রহন করে প্রতিবেদন তৈরী করেন । যার প্রেক্ষিতে গতকাল উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষক তারা মিয়া খাঁনকে ০১/০৬/১৫ ইং হতে সাময়িক বরখাস্তের নোটিশ জারী করেন ।
উল্লেখ্য ,গত কয়েক দিনে বিলম্বে বিদ্যালয়ে যোগদান সংক্রান্ত কারনে শিক্ষক তারা মিয়া খাঁনকে প্রধান শিক্ষক কর্তৃক তিনটি শোকজ ও একাদিক বার বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক সতর্ক কওে দেওয়া হয়।