মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে রাস্তা প্রসস্থ করণ ও গোলচত্বর নির্মাণ কাজের উদ্বোধন করা হযেছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় চুনারুঘাট মধ্যবাজারে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর মোঃ আঃ খালেক আলাই মিয়া। গোলচত্বর কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।
উদ্ধোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, শিক্ষা অফিসার হাসান মোঃ জুনায়েদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, ঠিকাদার আরজু মিয়া, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী সাইফুল আলম রুবেল, মোঃ নাছির উদ্দিন কাউন্সিলর আঃ জলিল মিয়া, রহম আলী, আঃ হান্নান, ঠিকাদার মোঃ তাজুল ইসলাম, সেফাজ মেম্বার, ফারুক মেয়েদী, আঃ হাই প্রিন্স, শফিক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ৫ লক্ষ টাকা ব্যায়ে এ গোলচত্বর নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়।