ভারতে দাবদাহে সোমবার মৃতের সংখ্যা বেড়ে ২৩৩৮য়ে দাঁড়িয়েছে। ওই দিন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা রাজ্য তিনটিতে মারা গেছে প্রায় একশ মানুষ। তবে রাজধানী দিল্লিসহ কিছু এলাকায় গরম কমতে শুরু করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
অন্ধ্রপ্রদেশে দাবদাহে সোমবার আরো ৪২ জন প্রাণ হারিয়েছে। এর ফলে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭৭ থেকে ১৭১৯য়ে উন্নীত হয়েছে। এছাড়া তেলেঙ্গানায় মৃতের সংখ্যা ৫৪১ থেকে বেড়ে ৫৪৫ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ মোকাবেলা কমিশনার সাদা বারঘাভি।
সোমবার উড়িষ্যায় দাবদাহে আরো ৪ জন মারা গেছে। ফলে ওই রাজ্যটিতে এ ঘটনায় সবমিলিয়ে ২৫ জন মারা গেল। ওইদিন রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ রেকর্ড করা হয়েছে। তবে উড়িষ্যার স্পেশাল রিলিফ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, দাবদাহে সবমিলিয়ে ২৫ জন মারা গেছে। তবে গরম সংক্রান্ত ঘটনায় ১৩১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে দিল্লিসহ ভারতের কিছু এলাকায় গরম কমতে চলেছে। এখানে সোমবার অল্প বৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। এ কারণে দিল্লির তাপমাত্রা সোমবার ৪০.৬ ডিগ্রি থেকে কমে ৩৭ ডিগ্রিতে নেমে আসে।